ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জনের মত আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।গত রোববার বিকেল ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের রামপুরা এলাকায় এঘটনা ঘটে।
ইউনিলিভার গ্রুপে চাকরিরত শ্যামলি বাসে থাকা আহত সাইফুর রহমান বলেন, আমি ও আমার বন্ধু শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলাম। শ্রীমঙ্গল থেকে ঢাকা যাওয়া অবস্থায় বাসে ঘুমিয়ে যায়। হটাত দেখি গাড়ি স্লো হয়ে যায়। স্লো হয়ে গেলে আমি ঘুম থেকে উঠে দেখি খালে বাস পড়ে আছে। পরে বাসের জানালা ভেঙে বের হয়েছি। তিনি বলেন আমার শরীরের বিভিন্ন জায়গায় ব্যাথা পেয়েছি। স্থানীয় বাজারে চিকিৎসা নিয়েছি।
স্থানীয় প্রতক্ষদর্শী কাজী মিজানুর রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা শ্যামলি বাস এবং পাশের বিশ্বরোড থেকে ছেড়ে আসা মাধবপুরগামী লোকাল দিগন্ত বাসটি মুখোমুখি সংঘর্ষে হলে দিগন্ত বাসের ধাক্কায় ঢাকাগামী শ্যামলি বাসটি সড়কের খাদে পড়ে যায়। এতে ৩০ জনের মতো আহত হয়। আমরা আহতদের স্থানীয়ভাবে রামপুরা বাজার ও সিএনজি বা অন্যান্য গাড়ি দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি।
খাঁটিখাতা হাইওয়ে থানার এসআই সারুয়ার হোসেন বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলি বাসটি বিজয়নগরের রামপুরায় আসলে বিশ্বরোড থেকে মাধবপুরগামী দিগন্ত বাস মুখোমুখি সংঘর্ষে হয়। মুখোমুখি সংঘর্ষে শ্যামলি বাসটি খাদে পড়ে যায় এতে ১০ জনের মতো আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।