ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বসতবাড়িতে তল্লাশি করে ১৮ কেজি গাঁজা সহ মোনায়েম ভূইয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী ও মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা সদস্যরা।
রোববার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে মাদক গুলো উদ্ধার করা হয়েছে।
আটক মোনেম ভূইয়া ওই এলাকার রাজ্জাক ভূইয়ার ছেলে। তার বিরুদ্ধে বিজয়নগর ও সদর থানায় মোটরসাইকেল ছিনতাই সহ একাধিক মাদক মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক গুলো সহ একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মাদক মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।