ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ রাতে সরাইলে শাহবাজপুর অজ্ঞাত পরিবহনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি আহত হন। পরে পুলিশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ওই ব্যক্তি৫দিন চিকিৎসার পর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এক অজ্ঞায় ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ব্যক্তির পরিবারের কোনো খোঁজখবর মেলেনি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।