ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ৬ তলা বিশিষ্টনতুন একাডেমিক ভবনের কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময় কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ, পৌর মেয়র নায়ার কবির ,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজী মোহাম্মদ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু সহ আওয়ামীলীগও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে কলেজের নবনির্মিত ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মান করছে।