কসবা কুটি ইউনিয়ন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ঐক্য পরিষদের উদ্যোগে সকালে কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দ গণপরিবেশপ ৫৪০ জন পরিবারের মাঝে রমজান সামগ্রী বিতরন করা হয়।
রমজান সামগ্রীর মধ্যে ছিল চাউল, আলু, পেঁয়াজ, তৈল ছোলা বুট। বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর র স্বপন এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জিতু, কুটি ইউনিয়ন আওয়ালীগের যুগ্ন আহবায়ক জনাব মুস্তাক আহমেদ, শামীম রেজা, দেলোয়ার হোসেন ছোটন, কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি কুদ্দুস পাসেনজার, সিদ্দিক মেম্বার, তোফাজ্জল হোসেন, সিরাজুল ইসলাম মেম্বার, এমএ মতিন শানু।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ ইয়াছিন আহমেদ ও আক্তার হোসেন লিটন।সার্বিক সহযোগিতায় ছিলেন, মোহাম্মদ গিয়াস উদ্দিন ভুইয়া, মোহাম্মদ নাসির মাহমুদ, মোঃ আক্তার হোসেন মেহেদী, মোহাম্মদ ইয়াসিন আহমেদ ও কিবরিয়া চৌধুরী। অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন কুটি ইউনিয় প্রবাসী রেমিটেনন্স যুদ্ধা ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ।
ভার্চুয়ালে বক্তব্য রাখেন, কুটি ইউনিয়ন রেমিটেন্স যুদ্ধা ঐক্য পরিষদের সভাপতি তরিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক অপু ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন আপন, সংগঠনের প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন দয়াল, প্রধান পৃষ্ঠপোষক জসিম বিন নূর।
উল্লেখ্য কুটি ইউনিয়ন প্রবাসী রেমিট্যান্স যুদ্ধা ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ ২০২১ সাল থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছেন। তাদের চিন্তা ধারণা কুটি একটি নান্দনিক কলেজ গড়ে তুলবেন। তার জন্য আইনমন্ত্রীসহ সকলের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছেন ও সকলকে মাহে রমজানের শুভেচ্ছা আগাম ঈদ মোবারক জানান।