ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ হাজার ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গত বুধবার (২৭ মার্চ) রাতে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কসবা উপজেলার বাড়াই (জগন্নাথপুর) গ্রামের আবুল কালামের ছেলে সেলিম মিয়া এবং পৌর শহরের কাজীপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে মো. শামীম মিয়া।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় সেলিম মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে দু’জনকে গ্রেফতার করা হয়। পরে সেলিম মিয়ার বাসা তল্লাশি করে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দু’ব্যক্তি চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলা এই অভিযান অব্যাহত থাকবে।