ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউনখালে মাটি ফেলে ঘর নির্মাণ করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে শহরের কাজীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, শহর খালের ওপর স্থাপন নির্মাণ করে এবং মাটি ফেলে শ্রেণি পরিবর্তন করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে এত সত্যতা পাওয়া যায়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে সৈয়দ আনোয়ার আহমেদ লিটন (৬০) নামের একজনকে আটক করা হয়। আটককৃতকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ৫০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া স্থাপনা সমূহ তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। পাশাপাশি খাল থেকে মাটি অপসারণ করে আগের অবস্থায় ফেরত নেওয়ার জন্য সাত দিনের সময় প্রদান করা হয়।