অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে সাংবাদিক লেখক আল আমীন শাহীনের কাব্য নাটক ‘ প্রতিরোধ”। চলমান জীবনের প্রেক্ষাপটে নানা দিক এবং তা প্রতিরোধের আহবান জানিয়ে এ গ্রন্থটি রচিত। লেখকের নিজের করা প্রচ্ছদ অলংকরণে ৫০ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। একুশের বইমেলায় মেঘনা পাবলিকেশন্স এর ৬১০ নম্বর স্টলে বইটি ১৫% ছাড়ে পাওয়া যাচ্ছে বলে প্রকাশক আবুল হোসাইন জানান।
বইটির প্রচ্ছদ পৃষ্ঠায় বিশিষ্ট রম্য লেখক দৈনিক মানবজমিনের যুগ্ম সম্পাদক শামীমুল হক লিখেছেন “একেবারে এক ভিন্ন ধারা,সময়ের বাস্তবতাকে তুলে ধরার নতুন ডাইমেনশন। গানে গানে কিংবা ছন্দে ছন্দে প্রতিরোধ গ্রন্থ রচনা সত্যি প্রশংসার দাবি রাখে নাট্যকার, নাট্য নির্মাতা, নাট্য অভিনেতা আল আমিন শাহীন প্রতিরোধ নাট্যগ্রন্থে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সমাজের কঠিন বাস্তবতাকে তুলে এনেছেন। নাটকের চরিত্র বাছাই করেছেন সেভাবেই। প্রতিরোধ নাটকে সবচেয়ে বড়- যে বিষয় তুলে ধরে আনা হয়েছে তা হচ্ছে চাটুকারো তেলবাজদের আচরণ। যা রাজা-বাদশাদের আমলে ছিল এখনো আছে । তির্যক ভাষায় নাট্যগ্রন্থের গাঁথুনি একে করে তুলেছে আকর্ষণীয় আল আমিন শাহীন একজন আবৃত্তিকার গীতিকার ও একজন সাংবাদিক। দীর্ঘ তিন যুগ ধরে সাংবাদিকতাকে আকড়ে ধরে আছেন। সাংবাদিকতার চোখে দেখা বিষয়গুলো তিনি তুলে এনেছেন তার প্রতিরোধ নাট্যগ্রন্থে। সংস্কৃতিচর্চার সকল শাখায় তার বিচরণ আর প্রতিরোধ নাটকের তা স্পষ্ট তার এই নাটক মঞ্চস্থ হলে নিশ্চিত করে বলা যায় মানুষ দেখতে পাবে আসল পৃথিবীকে ।
শুভেচ্ছান্তে
আল আমীন শাহীন
সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব।
সম্পাদক প্রকাশক,সাপ্তাহিক নতুনমাত্রা, ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল-০১৭১১১০১৬৮২