ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের শালোকপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু নাসের ওয়াহিদ বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি– ওয়াইন্নাইলাহি রাজিউন )।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।মৃত্যুকালে তিনি চার পুত্র স্ত্রী রেখে গেছেন। তিনি পরিবার পরিজন নিয়ে শহরের শান্তিবাগে বসবাস করতেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ,বীরমুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী সহ মুক্তিযোদ্ধা, আত্বীয়-স্বজন ও এলাকার বাসিন্দারা অংশ গ্রহণ করেন। পরে আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের শালোকপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভ’মি কাজী তাহমিনা শারমি, ওসি নাহিদ আহমেদ ও পুলিশ সদস্যগন অংশ গ্রহণ করেন।