ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর- বিজয়নগর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সমর্থন নৌকা প্রতীকে চান্দুরা ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড জালালপুর গ্রামে নির্বাচনী প্রচার অফিস উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ অফিস উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃণাল চৌধুরী লিটন।
আবু তাহের সরদারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলমের সঞ্চলনায় বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মিজান মিয়া,সেক্রেটারি মো: দানা মিয়া, ৫ নং ওয়ার্ডের সেক্রেটারি ফারুক মিয়া, যুবলীগ নেতা আজগর আলী, স্বপন মিয়া, আলমগীর প্রমুখ।