সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মো. রিয়াদ হোসেন আরমান (২৬) নামে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছেন।আজ বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের চাচা মো. ইলিয়াস চৌধুরী। নিহত আরমান ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়া শান্তিবাগ মহল্লার ইকবাল হোসেনের ছেলে।
গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে দুবাই রাসুল কিমা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচা মো. ইলিয়াস চৌধুরী জানান, জীবিকার তাগিদে গত জুন মাসে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দিয়েছিল আরমান। সে দুবাই শহরের একটি চকলেট ফ্যাক্টরিতে কর্মরত ছিলো। প্রতিদিনের মতো গত মঙ্গলবারও কাজে যায় মনির। ওইদিন কাজ শেষে সাইকেল চালিয়ে রুমে ফেরার পথে পেছন দিক থেকে ছুটে আসা দ্রুতগামী ল্যান্ড ক্রুজার গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় আরমান। আরমানের মৃত্যুর খবরটি তার সাথে থাকা অপর এক বাংলাদেশী সহকর্মী বাংলাদেশের বাড়িতে এবং একই শহরে কর্মরত তার মামা সুহেল মিয়াকে জানায়। মরদেহটি সেখানকার হাসপাতাল মর্গে রয়েছে।
এদিকে আরমানের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম। সন্তানের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নিহত আরমানের বাবা ইকবাল হোসেনসহ আত্মীয়স্বজনেরা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে প্রবাসীর মরদেহ দেশে আনতে আমরা প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করব।