মহান বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে আশার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন আশার রিজিওন ম্যানেজার শাহজাহান আলী খান। বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহের উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু,জনতা ব্যাংকের ম্যানেজার মোঃ মোমেনুর রহমান,একজিম ব্যাংকের ম্যানেজার ইমাম মেহেদী হোসেন,অরুয়াইল বাজার কমিটির সভাপতি ক্ষিরোদ চন্দ্র ঘোষ, ইউনিয়ন যুবলীগ সভাপতি গাজী বোরহান উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আশার ব্রাঞ্চ ম্যানেজার কমল রঞ্জন শীল,আশার অরুয়াইল হেলথ সেন্টারের ইনচার্জ শাহ কামাল।
সভায় অগামী জানুয়ারী থেকে আশার উদ্যোগে এলাকার মানুষের চিকিৎসা সেবার জন্য একটি হাসপাতাল চালুর ঘোষণা করেন আশার রিজিওন ম্যানেজার শাহজাহান আলী খান।
মেডিক্যাল ক্যাম্পে ডায়াবেটিস,রক্তচাপ ও আন্যান্য পরীক্ষা সহ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
ক্যাম্পে দরিদ্র সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন চিকৎসা নেয়।