ব্রাহ্মণবাড়িয়ার শহরে সাদিয়া আক্তার (২০) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের পশ্চিম মেড্ডা সিও অফিস এলাকায় এই ঘটনা ঘটে।
সাদিয়া আক্তার শহরের পশ্চিম মেড্ডার সিও অফিস এলাকার মোস্তফা কামালের মেয়ে। সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাদিয়া পড়াশোনা তাগিদে শহরের সিও অফিসের আইন কলেজ সংলগ্ন মদিনা টাওয়ারের ৫ম তলায় ভাড়া বাড়িতে থাকতেন।সাদিয়া আজকে রাত ৮টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশকে খবর দিলে তারা দরজা ভেঙ্গে নিহতের সাদিয়া লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ঘটনার তদন্ত চলছে।