ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গলায় ফাঁস দিয়ে আমেনা খাতুন (৩৫) নামে এক মানসিক রোগী আত্মহত্যা করেছে।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের তুলাতলা গ্রামে এই ঘটনা ঘটে।
আমেনা খাতুন একই গ্রামের মৃত আবু তাহেরের মেয়ে ও উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের মো. রইছ মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৫ বছর আগে আমেনা খাতুনকে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত তকদির হোসেনের ছেলে মো. রইছ মিয়ার সাথে বিয়ে দেন। তিন ছেলে নিয়ে তাদের সুন্দর সংসার। গত ৬ বছর আগে আমেনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে আমেনা খাতুন মানসিক রোগ ধরা পড়ে। অনেকবার চিকিৎসা হয়েছে আমেনার কিন্তু কোন উন্নতি হয়নি৷ গতকাল দুপুরে আমেনা তার চাচীর কুলখানি খেতে ইছাপুর তুলাতলা বাপের বাড়িতে বেড়াতে আসে। পরে আজকে ভোর ৫টার দিকে সবার অগোচরে গিয়ে আমেনা ধান রাখার ঘরের তীরের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গলায় ফাঁস দিয়ে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।