ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন মসজিদ থেকে মো. জুবাইদ মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের বেড়িবাঁধ এলাকায় ওসমান ফিশারিজের ভিতরে নির্মাণাধীন মসজিদে এই ঘটনা ঘটে৷
জুবাইদ উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের মাস্টারপাড়া এলাকার আহাম্মদ আলীর ছেলে।
জুবাইদের মামা বকুল হোসেন জানান, জুবাইদ একজন মানসিক রোগী। গতকাল সকাল থেকে জুবাইদ নিখোঁজ ছিল। কোথাও তার খোঁজ মিলছিল না। জুবাইদ আজকে সকালে সবার অগোচরে গিয়ে কুন্ডা গ্রামের বেড়িবাঁধ এলাকায় ওসমান ফিশারিজের ভিতরে নির্মাণাধীন মসজিদে মাচার সঙ্গে পড়নের লঙ্গি পেছিয়ে আত্মহত্যা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার কুন্ডা গ্রামে নির্মাণাধীন একটি মসজিদের ভিতর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।