তিতাস পাড়ের বরেণ্য শিক্ষাবিদ, কবি,সুরকার,গীতিকার, নাট্যকার ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ এর ১৮ তম প্রয়াণ দিবস বিশ্বসাহিত্য কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজের মিলনায়তনে গত বুধবার পালন করা হয়েছে।
এ উপলক্ষে স্মরণ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ ।অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিটিভি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু এবং অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ এর কন্যা শিরিন আক্তার কংকন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন,ইতিহাস বিভাগের প্রধান মির্জা গালিব রুমি,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো রমজান আলী,সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা,সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সাধারণ সম্পাদক আলেয়া জাহান তৃপ্তি সহ বিভিন্ন সুধীজন।
স্বাগত বক্তব্য প্রদান করেন এস আর এম ওসমান গনি সজীব সংগঠক,বিশ্বসাহিত্য কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা। উপস্থাপনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ফারজানা তাসমিন। স্যারের সৃষ্টি থেকে একক আবৃত্তি ও গান পরিবেশন করেন ওসমান গনি সজীব, শেখর চন্দ্র চৌধুরী, ইতি ঘোষ মনিষা,জান্নাতুল মাওয়া দোলন।