ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শাপলা বেগম (২৪) নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। আজ বুধবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বেলা ১১ টার দিকে নাসিরনগরের ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের এই ঘটনা ঘটে। শাপলা বেগম একই এলাকার আব্দুর রহিমের মেয়ে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ বছর আগে শাপলাকে লাখাই উপজেলার সাহাঙ্গীরের সাথে পারিবারিক ভাবে বিয়ে দেন। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান আছে। স্বামী সন্তানদের সঙ্গে ঢাকায় থাকতেন শাপলা। শাপলা একজন মানসিক রোগী। গতকাল রাতে সবার অজান্তে শোবার ঘরের ফ্যানের সাথে ওড়না পেছিয়ে শাপলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।