ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভাব-অনাটনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জিয়াউর রহমান (৪৬) নামে এক ব্যক্তি কীটনাশক ওষুধ সেবন করে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এদিন ভোররাতে উপজেলার চাতলপাড় ইউনিয়নের মধ্য কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জিয়াউর রহমান উপজেলার চাতলপাড় ইউনিয়নের মধ্য কচুয়া গ্রামের উত্তর পাড়ার মৃত আলী আকবরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন কাজকর্ম না থাকায় অভাব অনটনে দিন কাটছিল দিনমজুর জিয়াউর রহমানের। স্ত্রী, ৩ ছেলে ও ৬ মেয়ে নিয়ে তাদের অভাবের সংসার। তার জায়গা-জমিও নেই। যা ছিল কয়েক বছর আগে বিক্রি করেছেন। এরপর থেকে বিভিন্ন সময় অন্যের জমিতে কাজ করে জীবনযাপন করতেন। গতকাল অভাব-অনটন পড়ে হতাশাগ্রস্ত হয়ে কীটনাশক ওষুধ সেবন করে জিয়াউর রহমান আত্মহত্যা করেন৷
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) সোহাগ রানা জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।