ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির আরও ৩২ নেতাকর্মী গ্রেফতার বিভিন্ন থানায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাজধানীতে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এরপরই দেশব্যাপী হরতাল ঘোষণা করা হয়। এরই প্রেক্ষিতে রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা ও চেষ্টা চালানো হয়। জেলার অনেক জায়গায় ককটেল নিক্ষেপ করে। এসব ঘটনা পুলিশ ৬৯ জনকে আটক করে। পরে রোববার জেলার আট থানায় ১ হাজার ৪২জনকে আসামি করে মামলা করে পুলিশ এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠায়।