বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অ্যাডহক কমিটির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সৈয়দ মিজানুর রেজা ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সাংবাদিকদের তাদের সহকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। সৈয়দ মিজানুর রেজা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাহারুল ইসলাম মোল্লা প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক পদে রয়েছেন। আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খ. আ. ম. রশিদুল ইসলাম, মো. আরজু, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, আ ফ ম কাউসার এমরান, সিনিয়র সদস্য সমতটবার্তার সম্পাদক মনজুরুল আলম, সাবেক সহসভাপতি সৈয়দ মো. আকরাম, কবি জয়দুল হোসেন, সাবেক কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম ও সমকালের নিজস্ব প্রতিবেদক আব্দুন নূর।
এসময় সৈয়দ মিজানুর রেজা ও বাহারুল ইসলাম মোল্লা বলেন, আমাদের উপর আস্থা রেখে যে দায়িত্ব প্রদান করা হয়ে তা পালন করতে সচেষ্ট থাকবো। পরে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।