আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইলস্থ সাহেরা গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃমোহাম্মদ একরাম উল্লাহ।
জেলার ৯টি উপজেলায় ৩ হাজার১৭৬টি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের স্কুলগামী ৫ থেকে ১৬ বছরের ৮ লক্ষ ২২ হাজর ৮২ জন ছাত্র ছাত্রীকে এই কৃমি বড়ি খাওয়ানো হবে।
এছাড়া স্কুল বহির্ভূত ৬ হাজার ৬৬২জন ছাত্রছাত্রীকে ওই কৃমি বড়ি খাওয়ানো হবে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বড়ি খাওয়ানো হবে।