ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সলিমগঞ্জ বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সলিমগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাইন উদ্দিন আহমেদ মঈন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন মাস্টার, সামগ্রাম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা বেগম, নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য স্বপ্না বেগম, লুৎফর নাহার বেগম, লাউর ফতেপুর ইউপি সদস্য ইসমত আরা জাহান।অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন রত্না বেগম, নাজিম উদ্দিন হাজী, মনিরুজ্জামান রিগান, ফিরোজ মিয়া, প্রিয় ধন বাবু, মিন্টু মিয়া, সেন্টু মেম্বার প্রমুখ।