আজ বুধবার ছতরপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে সকাল ১১ টার সময় আলোর সিঁড়ি সেবা সংগঠন বিষ্ণুপুর ইউনিয়ন কমিটির আয়োজনো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে আলোর সিঁড়ি সেবা সংগঠন বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহনেওয়াজ শাহ্ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ছতরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এহসানুল হক সেলিম।
অনুষ্ঠানে বক্তরা রক্তের গ্রুপ নির্ণয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করে যারা রক্ত দেওয়ার উপযুক্ত তাদের রক্ত দিতে উৎসাহিত করেন। এবং আলোর সিঁড়ি সেবা সংগঠনের এই মহৎ উদ্যাগকে সাধুবাদ জানিয়ে উক্ত সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিষ্ণুপুর পূর্বাচল কলেজের অধ্যক্ষ ও আলোর সিঁড়ি সেবা সংগঠন এর প্রধান উপদেষ্টা মোঃ কামরুল হাসান সোহাগ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি ও বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান শান্ত, বিজয়নগর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি হালিমা চৌধুরী, সিংগারবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইমন মিয়া, সিঙ্গারবিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া, কালাছড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ মুসা মিয়া, বিজয়নগর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি মোঃ তানভীর আহমেদ, আলোর সিঁড়ি সেবা সংগঠনের সহ-সভাপতি ফাহিম মুনতাসীর ও ফয়সাল আহমেদ, রক্ত সম্পাদক পারভেজ, সহ- রক্ত সম্পাদক মোঃ জুয়েল, সাংবাদিক পলাশ কুমার দাস, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।
উক্ত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে ছতরপুর উচ্চ বিদ্যালয়ের উপস্থিত প্রায় তিনশত ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে আর্থিক সহায়তা করেন মেসার্স এগ্রো এনামুল এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সিঙ্গারবিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম মিয়া।