ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনের প্লাটফর্ম থেকে ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ বুধবর দুপুরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন পুলিশ। ময়নাতদন্তের শেষে বেওয়ারিশ লাশটির দাফনকাজ সম্পন্ন করেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর সদস্যরা।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার জানান, রোগাক্রান্ত ভিক্ষুক স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে ভিক্ষা করতেন৷ গতকাল রাতে স্টেশন প্লাটফর্ম থেকে এই ভিক্ষুকের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ওই ভিক্ষুকের লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন। কিন্তু পরিচয় শনাক্ত হয়নি।
এদিকে, মঙ্গলবার বিকেলে বেওয়ারিশ লাশের দাফনকাজ সম্পন্ন হয়েছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন।