বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ১ সেপ্টেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ সফল করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ধিত সভা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে শহরের দি সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাংগন মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ এ সভার আয়োজন করে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের সঞ্চালনায় ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে রবিউল হোসেন রুবেল বলেন, বঙ্গবন্ধুর প্রতিটি আন্দোলন-সংগ্রামে বঙ্গমাতার অবদান অনস্বীকার্য। বঙ্গমাতা সর্বদা বঙ্গবন্ধুর ছায়া হয়ে কাজ করে গেছেন। বাংলাদেশের সকল লড়াই সংগ্রামের ইতিহাসে একটি অবিচ্ছেদ্য নাম বঙ্গমাতা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এর অনুপ্রেরণা ছিলেন বঙ্গমাতা। সেদিন বঙ্গাবাতা বঙ্গবন্ধুকে বাঙালির স্বাধিকার আন্দোলনের যুগপৎ ঘোষণা করার জন্য বলেছিলেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, দেশের প্রতিটি ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নাম। বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার ছায়াতলে থেকে এদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে মেধাবী ও স্মার্ট নাগরিকের রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছে। স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশের মধ্যে দিয়ে এদেশে নতুন ইতিহাস রচনা করবে বাংলাদেশ ছাত্রলীগ।
বর্ধিত সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সকল পৌর ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।