ব্রাহ্মণবাড়িয়া সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামীসহ ৪ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করছে সদর মডেল থানার পুলিশ।মঙ্গলবার (২ আগস্ট) সকাল ও বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসব সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, সদর উপজেলার বিরাসারের মোবারক মিয়ার ছেলে মো. সোহেল (২৬), শিমরাইলকান্দির মৃত হিরন মিয়ার ছেলে দুলাল মিয়া (৫৫), একই এলাকার হারিজ মিয়ার ছেলে আমীর হোসেন (৩৬) ও কাজীপাড়া (দরগা মহল্লার) মৃত বজলু মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৪০)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেনের দিকনির্দেশনায় এসআই মোঃ জাহেদুল কাদের, এসআই রাশেদুদ জামানসহ সংগীয় অফিসার এএসআই ছাঁইম সরকার, এএসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া থানা বিভিন্ন এলাকা থেকে ১০ বছর সাজাপ্রাপ্ত আসামী সোহেলসহ ৪ জনকে গ্রেফতার করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৪ জন আসামী গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতির মামলা ছিল। আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করেছি।