ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১ টি দেশীয় পাইপগান ও ৪ রাউন্ড সীসা কার্তুজসহ ১৫ টি মামালার আসামী মো: দ্বীন ইসলাম সরকার প্রকাশ ধীরা (৪৫) নামের ১ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আশুগঞ্জ থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশুগঞ্জ থনার এসআই মোঃ কবির হোসেন সঙগীয় ফোর্সসহ চরচারতলা গরুর বাজারের এলাকায় ঝোপের মধ্যে মাটির নিচ থেকে আজ মঙ্গলবার ভোরে ৫:২৫ ঘটিকার সময় ১ টি দেশীয় কাঠের বাটযুক্ত লোহার তৈরি পাইপগান ও ৪ টি সীসা কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, মোঃ দ্বীন ইসলাম সরকার প্রকাশ ধীরা (৪৫), পিতা- হাজী মোঃ মোগল মিয়া সরকার প্রকাশ, সাং-চরচারতলা (সরকারবাড়ী), থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ জানান,মোঃ দ্বীন ইসলাম সরকার প্রকাশ ধীরার নামে হত্যা- খুন বিভিন্ন মামলার তার বিরুদ্ধে ১৫ টি মামলা রয়েছে কিছু মামলায় জামিনে আছে আবার কিছু মামলার বিচারাধীন চলছে। আমাদের তালিকায় সে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও খুনী আমরা প্রাথমিকভাবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে ১ টি পাইকগান ও ৪ টি কার্তুজ উদ্ধার করি।
তিনি আরও বলেন তার বিরুদ্ধে অস্ত্র আইনী মামলা রুজু করা হয়েছে।