ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার করেছে থানা পুলিশ।
বিজয়নগর থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ সোমবার ৩:৩০ মিনিটে বিজয়নগর থানাধীন চম্পকনগর পেটুয়াজুরি এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
আসামীরা হলেন, রাব্বি মিয়া (২৪) পিতা-শানু মিয়া সাং- নজরপুর, থানা- বিজয়নগর ও সাকিব মিয়া (২০) পিতা- সিরাজ মিয়া, সাং-বৈশ্বর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ জানান, চান্দুরা টু চম্পকনগরের পেটুয়াজুরি এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন চলছে।
তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।