জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাষ্টপতি, পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে শহরের পশ্চিম মেড্ডার আরামবাগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এড.রেজাউল ইসলাম ভূইয়া।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি জতীয় পার্টি ও সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় যুব সংহতির ভাইস চেয়ারম্যান তারেক. আদেল।জেলা জাতীয় পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন দেলোয়ারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পাটির ব্রাহ্মণবাড়িয়ার তৃণমুলের নেতাকর্মীরা। অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন সমুহ। এ সময় বক্তারা বলেন, পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক মানুষ। তিনি সবসময়ই মানুষের কল্যানে কাজ করেছেন। বাংলাদেশের মানুষ আজও তাকে এজন্য অনেক ভালবাসে।আমরা উনার মৃত্যুবার্ষিকীতে গভীরভাবে উনাকে স্মরণ করি।এসময় বক্তারা আরও বলেন, আমরা আমাদের নেতার আদর্শকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করতে চাই।তিনি ছিলেন এ বাংলার অবিসংবাদিত নেতা। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। আমরা এরশাদের স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন থেকে রেজাউলকে এমপি হিসেবে দেখতে চাই।জাতীয় পার্টি যাকেই নমিনেশন দিবে আমরা তাকে নিয়েই পল্লীবন্ধু এরশাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবো। এরশাদের শোককে শক্তিতে পরিণত করে আমরা এগিয়ে যেতে চাই। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।