ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে সদর মডেল থানার পুলিশ।বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, রোগাক্রান্ত ওই নারীকে গত ৮ জুলাই আশুগঞ্জ থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ ৫দিন চিকিৎসার পর আজকে রাতে ওই নারী মৃত্যুবরণ করেন। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ওই বৃদ্ধের লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন।
এদিকে, আগামী শুক্রবার বিকেলে বেওয়ারিশ লাশের দাফনকাজ সম্পন্ন করা হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন।