শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী চেতনা সৃষ্টির লক্ষে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজ সোমবার স্থানীয় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ সরওয়ার উদ্দিন। সরাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ আরজু মিয়া,সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার ,সমাজ উন্নয়ন কেন্দ্রের পরিচালক মমিন হোসেন , সরাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা ইসমত আলী ও সাংবাদিক সফিকুর রহমান।
প্রতিযোগীতায় উপজেলার ৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়,কালীকচ্ছপাঠশালা উচ্চ বিদ্যালয়,শাহবাজপুর উচ্চ বিদ্যালয়,শাহজাদাপুর উচ্চ বিদ্যালয় ও পাকশিমূল উচ্চ বিদ্যালয়।প্রতিযোগীতায় বিচারক ছিলেন অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল,সন্জীব কুমার দেবনাথ, প্রধান শিক্ষক শেখ সাদী।
প্রতিযোগীতায় অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় দলের প্রধান নাদিরা আক্তার শ্রেষ্ঠ বক্তার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।