ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পানিতে ডুবে মো. সানি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের কালিসীমা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. সানি কালিসীমা গ্রামের রমজান মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিশু সানি খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে বিকেলেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, শিশু মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।