ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে ৫শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলার মির্জাপুর মোড় থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার মেরাশানি গ্রামের মো. আব্দুল ফায়েজের ছেলে মো. জাকির হোসেন (২২) ও কাশিনগর গ্রামের রেনু মিয়ার ছেলে মো. সোহেল তানভীর (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার অফওসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, অভিযানে দুইজনের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।