বিশ্বে মেডিকেলের সার্জনদের অত্যন্ত সুনামধন্য প্রতিযোগিতা মূলক MRCS Part A (ইংল্যান্ড) পরীক্ষায় পাশ করার গৌরব অর্জন করেছেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক বিজয়নগরের কৃতীসন্তান ডা.মো: সোলায়মান।
তিনি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ট্রমা সার্জন হিসেবে কর্মরত আছেন।
তাঁর এ সাফল্যে আত্মীয়স্বজন, এলাকাবাসী, সরকারি হাসপাতালের সিনিয়র ও বন্ধুরা ভীষণ খুশি ও গর্বানুভব করছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক সমাজসহ অসংখ্য মানুষ।
তিনি গত ১৬ মে (এমআরসিএস) MRCS Part A পরীক্ষা দেন। আজ সোমবার পরিক্ষার রেজাল্ট আসে, তিনি পাশ করেন।