আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর হাওর অঞ্চলের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক হলে আয়োজিত ‘এওয়ার্ড ফর বেস্ট প্রেকটিস-২০২৩’-কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডি’র হিলিপ প্রকল্প পরিচালক মোঃ মোজাম্মেল হক।
ব্রাহ্মণবাড়িয়ার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও জেলা মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক মোঃ আজিজুর রহমান। জেলাসহ বিভিন্ন উপজেলার সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী, জেলায় কর্মরত হিলিপ প্রকল্পের কর্মকর্তারা এ কর্মশালায় অংশগ্রহন করেন। পরে এই প্রকল্পের আওতায় নয় উপজেলার সুফলভোগী ১৭ জন নারীসহ ৫১জনকে সেরা পুরষ্কারে নির্বাচিত করা হয়। বিজয়ী প্রত্যেককে ১০ হাজার করে টাকা প্রদান করা হয়।