ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসায়ী ফয়সাল মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে সরাইল উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধন করেন। মানববন্ধনে ফয়সালের পিতা মো. রাকিব বলেন, আমার ছেলে মো. ফয়সাল মিয়া তার মামার বাড়ি কালিকচ্ছ থেকে তার মামাদের ব্যবসা দেখাশোনা করত। গত ১৪ এপ্রিল সন্ধ্যায় কালিকচ্ছ বাজারে দাঙ্গায় ধর্মতীর্থ গ্রামের সন্ত্রাসীদের শর্টগানের গুলিতে নির্মম ভাবে নিহত হয়। আমার ছেলের হত্যাকারীদের বিচার চায়। তিনি আরও বলেন, ফয়সাল হত্যার ১মাস অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেপ্ততার করছেন না। এক অদৃশ্য শক্তির সহায়তায় পুলিশের গ্রেপ্তার এড়িয়ে কালিকচ্ছ বাজারে প্রকাশ্যে ঘুরছেন আসামীরা। পুলিশের এমন ভূমিকা নিয়ে স্থানীয় এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সেই সাথে পুলিশের এমন ভূমিকা নিয়ে স্থানীয়দের মনে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। চাঞ্চল্যকর ফয়সাল হত্যা মামলার আসামীদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী দেবো।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, অভিযোগ সত্য নয়। ইতিমধ্যে ৩ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। একজন জামিনে আসেন। বাকী দুইজন আসামী জেলহাজতে আছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মোশাররফ হোসেন বেলাল