নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেলের ট্যাংকি ভেতর জ্বালানী তেলের সাথে অভিনব কায়দায় গাঁজা রেখে পাচারকালে মোঃ আলী (৩৬) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালাই হাইওয়ে পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে তল্লাশি চালিয়ে ট্যাংকির ভেতরে পলিথিন দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। সে মাদকগুলো ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে শহরের পৈরতলা এলাকায় নিয়ে যাচ্ছিল। সে চতুরতার সাথে ট্যাংকিতে কম তেল বহন করে ট্যাংকির উপরের অংশে গাঁজাগুলো পলিথিন দিয়ে মুড়িয়ে বহন করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।