নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দৈনিক হাজিরা কর্মচারী সায়েম আহমেদ শিবুর দালাল দোড়াত্ম বেড়েই চলেছে। এব্যাপারে ৫ সদস্য একটি তদন্ত কমিটি হয়েছে।বুধবার (১২ এপ্রিল) বিকেলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া নিউজকে নিশ্চিত করেছেন।
হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. ফখরুল আলম আশেককে সভাপতি ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রানা নরুল শামস, ডা. ফাইজুর রহমান ফয়েজ ও ডা. সুমন ভূইয়া ও হাসপাতালের এও খন্দকার শফিকুর রহমান সদস্য করে ৫ জনের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিবু হাসপাতালের ডেইলি বেসিকের ৩০৭ কক্ষে ডা. একেএম নিজাম উদ্দিনের এটেন্ডেন্স হিসেবে কর্মরত আছে। শিবু সদর হাসপাতাল থেকে রোগী নিয়ে সুপার ক্রিসেন্ট হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা বাবদ দালালী ভাগা আনেন।তার ভিডিওটি যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ ব্যাপারে বিএস.এস সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড এর পরিচালক (অপারেশন) আবু নাছের সজরুল হক (সুজন) বলেন, শিবুর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। শিবু সরাসরি দালালীর সাথে জড়িত। এর আগেও শিবু ১১১ নাম্বার ও ১০৯(এ) কক্ষে ডিউটির সময় দালালী করেছে। তখন তাকে ওইখান থেকে ৩০৭ নাম্বার কক্ষের দায়িত্ব দেওয়া হয়। এখানেও এসেও সে দালালী করা শুরু করে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, শিবুর বিরুদ্ধে একটি অভিযোগপত্র পেয়েছি। এব্যাপারে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিকে ৭দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে৷ শিবু বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।