নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়ায় পুকুরে গোসল করতে নেমে সোহেল মিয়া (৪২) নামের একজন বাবুর্চি মারা গেছেন।
সোমবার (১০ এপ্রিল) দুপুর দুইটার দিকে শান্তিবাগ মুসলিম মিয়ার বাড়ির সামনের পুকুরে এ ঘটনা ঘটে।বাবুর্চির সোহেল মিয়া শান্তিবাগ এলাকার মৃত মহরম আলীর ছেলে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুর মুসলিম মিয়ার বাড়ির সামনের পুবহাটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, দুপুরে শান্তিবাগ এলাকায় পুকুরের পানিতে ডুবে একজন মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।