আখাউড়া প্রতিনিধি:”রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তভূক্তি মূলক বিশ্ব গঠন”এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ এপ্রিল) সন্ধ্যায় আখাউড়া প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটেস্টিক বিদ্যলয়ের উদ্যোগে বিদ্যলয় মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যলয়ের প্রতিষ্টাতা আবদুর রহমান বিল্লাল এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক প্রভাষ কুমার সমাদ্দার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী শিনু মারমা।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুল, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি দুলাল ঘোষ,কনসালট্যান্ট (ফিজিওথেরাপী) সরকারী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাঃ এ এইচ মামুন ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী সহকারী মো: হুমায়ুন কবির শিকদার, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিত হাসান অপু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মুন্নী আক্তার, রুমা ঘোষ, বিনা আক্তার, রুমা আক্তার, আঁখি আক্তার, রৌশনা আক্তার সহ ছাত্র ছাত্রীদের অভিভাবক, জন প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।