নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়া আস্থালাইফ ইন্স্যুরেন্স ব্যবসা উন্নয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০শে মার্চ) সন্ধ্যায় শহরস্থ স্মৃতিচাইনিজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আস্থালাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি (অব:)।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির ডি,এম,ডি মো:আব্দুল মান্নান।
বক্তারা বলেন, আস্থালাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আর্মী ওয়েলফেয়ার ট্রাস্ট এর একটি প্রতিষ্টান হিসাবে সৎ ও পরিচ্ছন্ন ভাবে সবাইকে কাজ করার আহবান জানান।
উনি আরও বলেন, কোন গ্রাহক মৃত্যুবরণ করলে তিন থেকে পাঁচ কর্মদিবসের ভিতর মৃত্যু দাবি পরিশোধ করা হয়।
এ অনুষ্টানের সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া আস্থালাইফ ইন্স্যুরেন্স (ইনচার্জ) রাফা আহমেদ খান।