মোঃ আল মামুন: ব্রাহ্মণবাড়িয়া সরাইলে স্বর্ণালঙ্কারসহ এক চোরকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।বৃহস্পতিবার (১৬মার্চ) ভোরে সরাইল থানার এসআই মোঃ নুরুল করিম, এএসআই মোঃ শামসুল আলম ও এসআই পংকজ দাশ সঙ্গীয় ফোর্সসহ অভিযানে সরাইল সদর এলাকা থেকে ১টি প্রাইভেটকারের ভেতর থেকে দেহ তল্লাসি করে ২ ভরি ৫ আনা স্বর্ণ ও ১টি মোবাইল ফোনসহ কাউছারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হলেন, আসাদ উল্লাহ (কাউছার) (৩৭) সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণিদিয়া গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।
পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, রাত ৩ টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের ফজলু মিয়ার ঘর থেকে চুরি করেছে বলে চোর কাউছার জানান।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসলাম হোসেন বলেন, কাউছারের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।