মমিনুল হক রুবেল: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট টু ভৈরবনগর রাস্তার ইট তুলে ফেলেছেন বিদ্যাকুট গ্রামের প্রভাবশালী মাটি ব্যাবসায়ী মোঃ খোকন মিয়া।
সরেজমিনে গিয়ে দেখা যায়,বিদ্যাকুট টু ভৈরবনগর রাস্তাটি এখন ধুলা বালিতে চলাচলের অনুপোযোগী।মাটি ব্যাবসায়ীর ট্রাক্টর চলাচল করার জন্য রাস্তার ইট গুলো তুলে দুই পাশে রাখা হয়েছে।রাস্তার ইট গুলো তুলে ফেলার কারণে ধুলোবালিতে রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।এমন কি ট্রাক্টর চলাচল এর কারণে রাস্তাটিতে গর্ত হয়ে অটোরিক্সা চলাচল করার অনুপযোগী হয়ে পড়েছে।এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা বলেন,কয়েক বছর পূর্বে রাস্তায় ইট বসানো হয়েছিল।ইট বসানোর পর রাস্তা দিয়ে অটোরিক্সা চলাচল করতে সুবিধা হয়েছিল।কয়েক দিন যাবত প্রভাবশালী মাটি ব্যাবসায়ী ট্রাক্টর চলাচল করার জন্য রাস্তার ইট গুলো তুলে দুই পাশে রেখে দিয়েছেন।ইট গুলো তুলে ফেলার কারণে রাস্তা টি এখন বালির সড়কে পরিণত হয়েছে।রাস্তাটিতে গর্ত হওয়ার কারণে অটোরিক্সা চলাচল করতে পারছেনা।আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি,এই সব প্রভাবশালী মাটি ব্যাবসায়ীকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
মাটি ব্যাবসায়ী খোকন মিয়া বলেন, ট্রাক্টর চলাচল করার জন্য বর্তমান চেয়ারম্যান ও তার লোকদের পরামর্শ ক্রমে রাস্তার ইট গুলো তুলে দুই পাশে রাখা হয়েছে।কাজ শেষ হওয়ার পর ইট গুলো পূণরায় রাস্তায় বসিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারুল হক বলেন, এ রাস্তাটির বিষয়ে আমাকে কেউ অবগত করেনি।যারা এই কাজ গুলো করেছে তাদের বিরুদ্ধে আইন গত ব্যাবস্থা নেওয়া হবে।