বীর বাহাদুরঃ হাজারো দর্শকের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার কসবা খাড়েরা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২০২৩ (সেশন-৩) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১০ফেব্রুয়ারি ) রাতে খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।খেলায় অংশগ্রহণ করেন গ্রীন ভিউ স্পেশালাইজড হসপিটাল ও মনকাশাইর একাদশ, গ্রীন ভিউ স্পেশালাইজড হসপিটাল মনকাশাইর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার হিসেবে তাদেরকে ফ্রিজ উপহার দেয়া হয়।
আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত মো. ওবায়েদ উল্লাহ সভাপতিত্বে,খেলা কমিটির সদস্য সাইফুল ইসলামের সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো সেলিম মাস্টার।
এতে স্বাগতম বক্তব্য রাখেন জনবা মো:আব্দুল হাই ভূইয়া।
এ ফাইনাল খেলাটির উদ্বোধক হিসাবে ছিলেন খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মো আবু হামজা,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ টাইলস ডিলার ইম্পোটার্স এসোসিয়েশন, মো আবু বক্কর বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা,মাহমুদুর রহমান শৈকত সহকারী রাজস্ব কর্মকর্তা কাস্টম ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম,কালেম ভূইয়া,মিজানুর রহমান মিজান,ডা,আবু হামেদ বাবু ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি বাহাদুর আলম।রাজিব মিয়া সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
এ সময় খেলার প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো সেলিম মাস্টার তার বক্তব্যে তরুণদের উদ্দেশ্যে বলেন এ ধরনের খেলাধুলার চর্চা নিয়মিত চালিয়ে যেতে অনুপ্রাণিত করেন। ভবিষ্যতে এ ধরণের খেলাধূলার আয়োজনে সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি। পাশাপাশি তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলার মাঝে আত্ননিয়োগ করার প্রতিও তাগিদ দেন তিনি।